যৌতুক প্রথা বন্ধ করে
আব্দুর রহীম হাজারী

যৌতুক হলো মরণব্যাধি
সমাজ করছে শেষ,
কুটম সাথে যৌতুক প্রথা
ন্যায়ের নেই তো লেশ।

মেয়ে হলো বাবা মায়ের
বুক ভরা এক ধন,
যৌতুক প্রথা বন্ধ করতে
করবো যে আজ পণ।

আদর সোহাগ যত্ন করে
বড় করার পর,
বুকের মানিক কণ্যা যখন
যাবে পরের ঘর।

মেয়ের তরে বাবা মায়ে
কাঁদে সারা দিন,
যৌতুক দিয়ে আবার এখন
বাড়ছে তাহার ঋণ।

যৌতুক প্রথা এদেশ থেকে
করতে হবে শেষ,
যৌতুক বিহীন সুন্দর করে
গড়তে হবে দেশ।