জীবনের হেলা
আব্দুর রহীম হাজারী

শিশু কালে মায় কোলে
কাটলো হেসে খেলে,
যৌবন কালও উদাস হয়ে
কিছু নাহি মেলে।

জীবন যৌবন যাচ্ছে চলে
করে রঙ্গের মেলা,
পুঁজির জোগাড় না করে যে
কর্মে করছি হেলা।

জীবন থেকে যাচ্ছে সময়
চলছে জীবন ঘড়ি,
পরকালের সম্বল যে ভাই
কিছু জোগাড়  করি।

শিশু কৈশোর পার যে হলো
করলাম না তো কিছু,
দুদিন পরে বৃদ্ধ হবো
মরণ নিবে পিছু।

জীবনপাখি উড়াল দিবে
রাখবে না কেউ খবর,
পরকালে কেমন থাকবো
কেমন হবে কবর?