জীবন নদী
আব্দুর রহীম হাজারী

জীবন নদী চলছে সবার
সময় হচ্ছে পার,
হঠাৎ করে থেমে যাবে
সময় হবে যার।

দেহ তরী অচল হবে
থামবে নদীর ঢেউ,
ডুববে কবে এই না তরী
জানে না তো কেউ।

ভালো কাজে কাটলে জীবন
পাবে তুমি মান।
মানবজাতি সেরা অতি
মহান প্রভুর দান।

জীবন নদী বিলীন হবে
উঠলে মরণ ঝড়,
মন্দ কাজে দিও না মন
রাখো প্রভুর ডর।

জীবন নদী থেমে যাবে
উঠবে না আর ঢেউ,
দেহ তরী রাখতে যে আর
চাইবে না কো কেউ।