জীবন মরণ
আব্দুর রহীম হাজারী
জীবন নামক গাড়ির চাকা
ঘুরছে অতি বেগে,
নিত্য নতুন স্বপ্ন দেখি
রোজ বিহানে জেগে।
সপ্নের রাজ্যে ঘুরে আমার
নাইযে কোন খবর,
কখন আমায় ডাকয়ে দিবে
অর্ধকার কবর।
গাড়ি বাড়ি করার তরে
ব্যস্ত হয়ে পড়ি
কবর দেশের চিন্তা অমি
নাহি কভু করি।
কবরের ডাক আসবে যখন
আমায় নেওয়ার তরে,
গাড়ি, বাড়ি, টাকা-কড়ি
সবি রবে পড়ে।
সঙ্গে আমার যাবে শুধু
ঈমান ও আমল,
প্রভু তুমি তৌফিক দাও
করতে নেক আমল।