যেতে হবে জেনে তবু
আব্দুর রহীম হাজারী
জন্ম নিলে মরতে হবে
সর্ব লোকে জানে,
নিখিল ছেড়ে যেতে হবে
কবর দেশের পানে।
জীবন মৃত্যু প্রভুর বিধান
সবাই একদিন যাবে,
ভালো কিংবা মন্দ কাজের
ফল যে সেথা পাবে।
কার মৃত্যু যে কখন হবে
সময় রবের খাতায়,
জীবন নামা থাকবে লেখা
আপনদের হৃদ পাতায়।
যেতে হবে জেনে তবু
দ্বন্দ্বে তবুও রত,
পরস্পরে অভিমান যে
করছি আরও কত।
দ্বন্দ্বে দ্বন্দ্বে জীবন গেল
পেলাম না তো কিছু,
বে খেয়ালে কাটছে জীবন
মরন যে মোর পিছু।