যেতে হবে
আব্দুর রহীম হাজারী
আসছি ভবে যেতে হবে
দুদিন আগে পরে,
দম ফুরালে হঠাৎ করে
যেতে হবে মরে।
দাদা ছিল নানা ছিল
চলে গেল তারা,
নেই কো জানা আগে পরে
কবে যাবে কারা।
ভবের মায়ায় পড়ে আমি
করছি কত কিছু,
নেই তো খবর মরণ যে ভাই
ঘুরছে আমার পিছু।
জীবন পাখি উড়ে যাবে
দিয়ে আমায় ফাঁকি,
মরণ আমায় মারবে থাবা
রাখবে না যে বাকি।
ভালো মন্দ যা করিলাম
আমলনামায় জমা,
প্রভু মহান দয়ার গুনে
করো আমায় ক্ষমা।