জন্মভূমি
আব্দুর রহীম হাজারী
জন্মভূমি বাংলা আমার
খোদার সেরা দান,
জীবন দিয়ে রাখতে হবে
টিকিয়ে তাহার মান।
সবুজ শ্যামল ঘেরা এই
সোনার বাংলাদেশ,
বীর শহীদের রক্তে ভেজা
স্বাধীন বাংলাদেশ।
একাত্তরের শহীদ গাজীদের
রক্তের অবদান,
জন্মভূমি বাংলায় আমার
বিজয়ী নিশান।
জন্মভূমির স্বাধীনতা নিতে
চাইলে কেড়ে,
বিজয় আবার আনবো ছিনিয়ে
জীবন বিলীন করে।
শির দেব না কারও কাছে
রাখবো ধরে মান,
জীবন বাজির লড়াই করে
দেব আপন জান।