ইমামের অধিকার

আব্দুর রহীম হাজারী

ইমামের অধিকার নিয়ে
কেউ বলে না কথা,
তাঁর সংসার কিভাবে চলে
কার নেই মাথা ব্যথা।

কিভাবে চলে একটি সংসার
অল্প টাকা দিয়ে,
চিন্তা কেউ করে না ইমাম সাহেব এর বেতন বাড়ানো নিয়ে।

কত টাকা খরচ হয় ভাই
আপনার সংসারে
হিসাব করে দেখুন না কেন
কত যে দরকার আছে
ইমাম সাহেবের ঘরে।



মসজিদ কমিটি যারা আছো ভাই এবার হিসাব মিলাও,
বিবেক বুদ্ধি খাটিয়ে এবার
ইমামের বেতন বাড়াও।