হয় না কোন তুল।
আব্দুর রহীম হাজারী
কী অপরূপ দেশটি আমার
দেখতে লাগে বেশ,
সকল দেশের রাণী যেনো
আমার বাংলাদেশ।
শরৎ কালে বিলে ঝিলে
শাপলা শালুক ফুল,
কী অপরূপ দেখতে আহা
শিউলি আর বকুল।
গাছে গাছে খেজুর রসে
ভরে যেন আজ,
মন খুশিতে শীত সকালে
গাছি করে কাজ।
পিঠা পুলির উৎসবে যে
বসে চুলার পাশ,
মায়ের হাতের স্বাদের পিঠা
খেতে করছে আশ।
দখিনা ঐ ফাগুন হাওয়ায়
গাছের পাতার দুল,
দেশটি আমার কত সুন্দর
হয় না কোনো তুল।