হেসে লুকাই দুঃখ
আব্দুর রহীম হাজারী
ভাবে সবাই সুখে আছি
নেই তো মনে সুখ,
সুখের ভান যে করে আমি
হেসে লুকাই দুখ।
মনের ভিতর অনেক জ্বালা
জানে আমার রব,
তবে আমি হাসি মনে
লুকিয়ে রাখি সব।
দুঃখ দিয়ে জীবন ঘেরা
বইছে দুখের ঢেউ,
জানি আমি মনের ব্যথা
জানে না আর কেউ।
দুঃখ নিয়ে বেঁচে আছি
বিরহেতে যার,
তিনি ভাবেন আমি তো নয়
অন্য কেহ তার।
আপন মানুষ দূরে থাকার
মনে নিয়ে দুখ,
দেশটি আমার সাথে থাকলেও
পাই না মনে সুখ।