হযরত খাব্বার (রাঃ)
আব্দুর রহীম
রাসুলের (সাঃ) সাহাবী ছিলেন
খাব্বার (রাঃ) যাহার নাম
আল্লাহ ও রাসুলের উপর
আনিলেন ঈমান।
কয়েকজনের পরেই তিনি
ইসলাম করেন গ্রহন,
দীর্ঘদিন যাবৎ তিনি
ভূগেন নির্যাতন।
লোহার জামা পরাইয়া তাঁকে
রৌদ্রে রাখত ফেলে,
ঘামের পর ঘাম বের হত
শরীর থেকে যার ফলে।
মরুভূমির বালির উপর
শোয়াইত চিৎ করে,
পিঠ ও কোমরের গোশত তাহার
গলিয়া খসে পড়ে।
জনৈক মহিলার গোলাম ছিলেন হযরত খাব্বাব,
মুহাম্মদের সনে ছিন
তাহার অনেক ভাব।
শুনে মনিব লোহা পোড়াইয়া
দিত মাথায় দাগ,
অকাতবে সহ্য করছেন
এমনও আঘাত।