হারায় যেন চেতন
আব্দুর রহীম হাজারী
তিনশো টাকা শিমের কেজি
সত্তর টাকায় আলু
সিন্ডিকেটে চলছে দেশটা
যেন মামা খালু।
বাজার গিয়ে মূল্য শুনে
মাথায় যেন আগুন,
কমবে কবে দ্রব্য মূল্য
আসবে কবে ফাগুন।
শাকসবজি কিনতে গেলে
লাগবে কত টাকা,
একটা কিনে আর কি নেব
পকেট দেখি ফাঁকা।
সাহস হয় না হাট বাজারে
কিনতে কাঁচা লঙ্কা,
চাল আর ডালের দাম শুনলে যে
মনে বাড়ে শঙ্কা।
চাকরি করে মাসের শেষে
পাই কত আর বেতন,
বাজার মূল্য কড়া দেখে
হারায় যেন চেতন।