হাল ছেড়ো না
আব্দুর রহীম হাজারী

মনোবলটা শক্ত রেখে
কাজ যে করে যাবে,
মনের শক্তি থাকলে তুমি
বিজয় একদিন পাবে,

হাল ছেড়ো না বন্ধু তুমি
চেষ্টা যাও গো করে ,
চেষ্টা ছাড়া বিজয় কারও
আসবে না যে ঘরে।

একবারে ঐ না পারিলে
দেখো শত বারে,
আছাড় নাহি খেয়ে কেহ
হাঁটতে নাহি পারে।

সাঁতার শিখতে হলে বন্ধু
খেতে হবে পানি,
কষ্ট বিনে জয় হবে না
আমরা সবাই জানি।

কষ্ট কে জয় করে বিজয়
অর্জন করতে হবে,
হাল ছেড়ো না  কভু বন্ধু
চেষ্টায় রত রবে।