হাফেজ সাহাদুল্লাহ রহঃ
আব্দুর রহীম হাজারী
হাফেজ সাহাদুল্লাহ ছিলে
মোদের ছোট্ট ভাই,
নম্র ভদ্র ছিলে তুমি
তুলনা তোমার নাই।
বড় হতে তুমি অনেক
ছড়তো গুন জ্ঞান,
ঐশী বাণী তোমার বুকে
ছিল আল কুরআন।
লেখা পড়া করে তুমি
ফুটতে হয়ে ফুল,
তোমার সুবাস পেতাম যে ভাই
মোরা চারি কূল।
ফুটার আগেই ঝড়ে গেল
তোমার তাজা প্রাণ,
গাইতে আজকে কলম ধরলাম
তোমার নামের গান।
তোমার স্মৃতি ধরে রাখবো
করছি মোরা পণ,
তোমার নামের পাঠাগারটি
কাড়ছে সবার মন।
প্রভুর কাছে দু হাত তুলে
করি মোনাজাত,
মোদের ছোট্ট ভাই কে তুমি
দান কর জান্নাত।