হাফেজ জালাল উদ্দিন রহঃ
মোঃ আব্দুর রহীম হাজারী
ঘুম থেকে জেগেই শুনলাম
এই দুনিয়ায় নাই
হুফ্ফাজগণের অভিভাবক
আমার নানা ভাই।
ওস্তাদুল হুফ্ফাজ ছিলেন তিনি
যেন কুরআনের ফুল,
সারা জীবন ছিলেন তিনি
কুরআন নিয়ে মশগুল।
তাঁর ছাত্ররা খেদমত করছে
সারা বাংলার বুক
চলে যাওয়ার শোকে তাঁরা
পাচ্ছে মনে দুঃখ।
বিখ্যাত এক ওস্তাদুল হুফ্ফাজ
হাফেজ জালাল উদ্দিন
তাঁর বিদায়ে শোকাহত
আজকের এই দিন।
প্রভুর কাছে পরিশেষে
করছি এখন আশা
নানা ভাইকে দেয় যেন তিনি
জান্নাতের ঐ বাসা।