গোলকধাঁধা
আব্দুর রহীম হাজারী

গোলক ধাঁধাঁয় পড়ে তুমি
করে যাচো হেলা,
পশ্চিম আকাশ  চেয়ে দেখো
কেটে যাচ্ছে বেলা।

দুদিনের এই রং তামাশায়
হয়ে গেলে অন্ধ,
সময় শেষে গোলক ধাঁধাঁ
হয়ে যাবে বন্ধ।

রঙ্গ লীলার  এই পৃথিবী
ছাড়তে তোমার হবে,
বেলা শেষে যেতে হবে
থাকবে না আর ভবে।

মুক্তি পেতে পরকালে
দ্বীন ইসলামকে জানো
বেলা থাকতে ভুবন মাঝে
প্রভুর হুকুম মানো।

বেলা শেষে প্রাণ পাখিটা
উড়ে যখন যাবে,
ভালো মন্দ কাজের ফল যে
পরকালে পাবে।