কবিতা
গাছে ধরবে
আব্দুর রহীম হাজারী
দেশটা নাকি ধনী হলো
কাজ হবে না হাতে,
ফসল মাঠে ধান হবে না
ফলবে নাকি ভাতে।
খেজুর গাছে ভরে থাকবে
কলস ভর্তি মিঠা,
তাল গাছে ভাই, ধরবে যেনো
মিষ্টি তালের পিঠা।
তালের বড়া ধরবে গাছে
ভরে থাকবে হাঁড়ি,
মজা করে খেতে যেনো
নিয়ে আসবে বাড়ি।
জাম লিচু আর, কাঠাল গাছে
মিষ্টি মিষ্টি রসে,
আম গাছে আর, আম হবে না
ভরে থাকবে জুসে।
গাছে গাছে ধরবে বলে
দারুণ ছন্দ ছড়া,
বাজার থেকে আনবে না কেউ
মিষ্টি তালের বড়া।