ফণী
আব্দুর রহীম হাজারী
আবহাওয়াবিদ মিডিয়া গুলো
দিচ্ছে খবর মনা,
ফণী নামক ঘুর্ণিঝড়
আসছে ধরে ফণা।
উপার্জিত গজব তাহা
কুরআন খোলে পাই,
জল স্থলের দূর্যোগ সমূহ
মানবজাতির কামাই।
প্রভুর হুকুম ছেড়ে মানুষ
পাপে বিভোর হয়,
সতর্কতার জন্য তখন
গজব নাজিল হয়।
কাজ হবে না যদি তাহার
মোকাবিলা করো,
বাঁচতে হলে প্রভুর কাছে
এস্তেগফার করো।