দূর আরবে
আব্দুর রহীম হাজারী
দূর আরবে জন্মেছিলেন
নবী মুহাম্মদ,
বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে
সেই নবীর উম্মত।
মানব দানব সবার জন্য
তিনি যে রহমত,
ধন্য মোরা হতে পেরে
সেই নবীর উম্মত।
ছড়িয়ে গেলেন ধরায় তিনি
শান্তির আহ্বান,
মুক্তি পেতে মানতে বলেন
দ্বীন ইসলাম।
সেই পরশ পেল যেই
সকল মানুষ,
ইতিহাসে হলো তাঁরা
সোনার মানুষ।