দম ফুরালে ঠুস
আব্দুর রহীম হাজারী
জীবন গাড়ি দিচ্ছে পাড়ি
এই ভুবনের মাঝ,
সকাল থেকে দুপুর হয়ে
বিকেল পরে সাঝ।
ভবের মায়ায় পড়ে গিয়ে
ভুলে আছে সব,
কোন সে কাজে ধরার বুকে
পাঠিয়েছেন রব।
দম্ভ করে চলছো কত
হও তো এবার হুঁশ,
সাধের জীবন দম ফুরালে
হয়ে যাবে ঠুস।
জীবন পাখি উড়ে যাবে
নামটি হবে লাশ,
শুন্য খাঁচা দাফন করতে
কাটবে ঝাড়ের বাঁশ।
চলতে গিয়ে ধরার বুকে
করছি কত পাপ,
তওবা করে প্রভুর কাছে
চাইতে হবে মাফ।