দিন যায় স্মৃতি থাকে।
আব্দুর রহীম হাজারী।
চলে যাচ্ছে সময় গতি
আসবে না আর ফিরে,
অতীত সময় মনে পড়ে
স্মৃতি গুলো ঘিরে।
কোথায় আছে শৈশব কালের
খেলার সাথী গণে
আজকে তাদের পায় না দেখা
রাখছি শুধু মনে।
সহপাঠী কোথায় যে কে
হয় না তাদের দেখা,
মনে শুধু আছে তাদের
স্মৃতি গুলোর রেখা।
কাছের মানুষ দূরে সরে
প্রয়োজনের ভিড়ে,
দূরের মানুষ আপন হয়ে
আসলো আবার নীড়ে।
দিন ফোরাচ্ছে সময় যাচ্ছে
থামবে না কো কভু,
আপন জীবন গড়ার তরে
তৌফিক দাও গো প্রভু।