দূর্যোগ
আব্দুর রহীম হাজারী

নার্গিস হারিকেন সাইক্লোন
আরো জলোচ্ছ্বাসে,
ঘর বাড়ি বৃক্ষরাজি
গেল কোথায় ভেসে।

আইলা সিডর টর্নেডো
আসছে আবার তেড়ে,
কত মানুষ পশু পাখির
প্রাণ যে নিল কেড়ে।

মহাসেন ও মোড়া ঝড়
ফণী ধরছে ফণা,
সবি হলো পাপের ফসল
জেনে রেখো মনা।

প্রভুর হুকুম ছেড়ে বান্দা
পাপে লিপ্ত কেন?
বার্তা দিচ্ছে গজব এসে
সতর্ক হও যেন।