দ্রব্য মূল্য
আব্দুর রহীম হাজারী
দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি
মাথায় পড়ছে হাত,
বেতন তো আর বাড়ছে নাকো
ক্যামনে জুটবে ভাত।
মরিচের ঝাল বেড়ে গেছে
পেয়াজের যে ঝাজ,
বাজার গেলে মেজাজ খারাপ
হয়ে যায় যে আজ।
রাতে দিনে মেহনত করে
বেতন কত পাই,
বাজার মূল্য চড়া হলে
চলা এখন দায়।
রসুন পেয়াজ আদা চিনি
তেল বেগুন ডাল,
পকেট ফাঁকা হয়ে যায়
কিনতে গেলে চাল।
জিরার কেজি হাজার ছেড়ে
বাড়ছে কতো দাম,
গরীব দুঃখী কেঁদে মরে
নেই কো তাদের কাম।