ধর্ষণ কেন আজ
মোঃ আব্দুর রহীম হাজারী
ধর্ষণ কেন আজ হচ্ছে
বাংলার বুকে,
নারী আজ চলতে হচ্ছে
মন নিয়ে দুঃখে।
নারীদের বেপর্দা আর
পুরুষের কু দৃষ্টি,
ধর্ষণের মনোভাব তো
করছে সৃষ্টি।
নারী তুমি পর্দা কর
ঢাক শরীরময়,
পুরুষ তুমি হেফাজত কর
নিজ আখিদ্বয়।
ধর্ষণ ঠেকাতে নারী
ইসলাম মেনে চল
নারী পর্দা আর পুরুষ
নিম্নচোখে চল।