দেশকে মোরা গড়বো
আব্দুর রহীম হাজারী

নতুন বছর নতুন দিনে
নতুন করে আশা,
অতীতের সব গ্লানি মুছে
বাঁধবো সুখের বাসা।

অতীতের ঐ দুঃখ কষ্ট
যায় যেন আজ ভুলে,
জীবনটাকে গড়তে শিখি
নতুন করে তুলে।

হিংসা বিভেদ ভুলে গিয়ে
ন্যায়ের পথে চলি,
আসুক যত বিপদ বাধা
সত্য কথা বলি।

পাপের পথে চলবো না আর
চলবো ভালো পথে,
নতুন জীবন গড়বো এখন
চলবো ভালো রথে।

নতুন করে শপথ নিয়ে
দেশের তরে লড়বো,
দিন বদলের শপথ নিয়ে
দেশকে মোরা গড়বো।