দম্ভ করে চলে
আব্দুর রহীম হাজারী

আজকাল দেখি কিছু লোকে
দম্ভ করে চলে,
সুযোগ পেলে সমাজ মাঝে
নানান কথা বলে।

ক্ষমতা আর টাকার জোরে
বলে তারা কথা,
দূর্বল ও নিরীহদের
দিয়ে মনে ব্যাথা।

অহংকার ও পরনিন্দা যে
শুধু তাদের মনে,
তাদের ভয়ে থাকতে হবে
নিরীহ লোকজনে।

একটু খানি সুযোগ পেলে
মাথা গরম করে,
সত্য কথা বলতে গেলে
মুখটি চেপে ধরে।

সত্য কথা যায় না বলা
আজকে তাদের ভয়ে,
চোখ বুজিয়া চলতে যে হয়
জুলুম তাদের সয়ে।