ছোট্ট কুটির নীড়ে
আব্দুর রহীম হাজারী
সুখ আর দুঃখ সাথে করে
ছোট্ট কুটির নীড়ে,
জীবনের ঐ সময় আমার
কাটছে ধীরে ধীরে।
জোছনা রাতে বেড়ার ফাঁকে
আসে চাঁদের আলো,
দূরে সরে ঘর থেকে যে
রাতের আঁধার কালো।
হেলে দুলে ঘর যে আমার
একটু বইলে হাওয়া,
ঝড় থেকে ঐ বাঁচার তরে
প্রভুর কাছে চাওয়া।
ফুটো চাল ও ভাঙ্গা বেড়া
জোর পায় না খুটির,
এমন ভাবে চলছে জীবন
নিয়ে ছোট্ট কুটির।