ছোট্টবেলার কথা
আব্দুর রহীম হাজারী

আয়রে তোরা শুনবি কে কে
ছোট্টবেলার কথা,
খুশির জোয়ার ছিল তখন
যেতাম যথা তথা।

ঘুম থেকে যে উঠে আমরা
মক্তবে দিই পাড়ি,
কুরআন পড়া শিক্ষা করে
আসতাম ফিরে বাড়ি।

বিদ্যালয়ের আঙ্গিনাতে
করছি কত খেলা,
মন আনন্দে সময় কাটতো
ঐ যে ছোট্টবেলা।

লুকোচুরি খেলতে গিয়ে
দরজার পাটের পিছে,
কভু আবার পালাতাম যে
ধানের গোলার নিচে।

গরম কালের ছুটির সময়
যেতাম মামার বাড়ি,
খেলার সময় ভাই বোনেরা
দিতাম কত আড়ি।