চরিত্র
আব্দুর রহীম হাজারী

ব্যবহারে বংশের পরিচয়
সর্বলোকে বলে,
মানবজাতির ভালো মন্দ
স্বভাব দিয়ে চলে।

এই সমাজে বাস কর ভাই
সৎ বেখে মন,
ধনী গরীব সাদা কালো।
সবাই আপনজন।

দুর্ব্যবহার করোনা কভু
কোন লোকের সাথে,
সৎ ব্যবহার করে চলো
সর্বলোকের সাথে

।লোক মুখে থাকতে তুমি
চাও যদি পবিত্র,
সুন্দর করে চলো তুমি
তোমার আপন চরিত্র।

অর্থের লোভের পরে তুমি
চরিত্র করোনা নষ্ট,
যৌবনের গরমে তুমি
দিও না কাউকে কষ্ট।