চামচাগিরি
আব্দুর রহীম হাজারী
দেশ হতে দেশ দেশান্তরে
চামচাগিরি চলছে বেশ,
ভাইরালের ঐ ভাইরাসে আজ
নিজের ইজ্জত করছে শেষ ।
যেথায় তাকায় সেথায় দেখি
স্বার্থপরের চলছে খেল,
স্বার্থের তরে অন্যায় পথে
চাটুকারে মারছে তেল।
স্বৈরাচারের পা চাটিয়া
একটু খানি স্বার্থ পায়,
চিরকালের বিচার তারা
স্বার্থের টানে ভুলে যায়।
ন্যায় ও অন্যায় ভুলে গিয়ে
স্বার্থের দিকে ছুটছে যে,
চামচা গিরি দাদা গিরি
অন্যায় পথে করছে সে।
নিজের ইজ্জত বিক্রি করে
চলেছে ঐ পা চেটে
একটু খানি স্বার্থের তরে
বিপথগামী সে খেটে।