চলে যাওয়ার খবর পেলে
মোঃ আব্দুর রহীম হাজারী

হঠাৎ যখন খবর পাবে
চলে গেছি আমি,
ক্ষমা করে দিও আমায়
আপন মনে তুমি।

চলাফেরা করতে গিয়ে
কত কিছুই হয়,
ভুবন থেকে চলে গেলে
কিছু নাহি রয়।

মৃত্যু একদিন এসে আমায়
নিবে ভূবন থেকে,
ক্ষমা করে দিও সবাই
আমায় মন থেকে।

এই দুনিয়ায় চলি আমি
কত লোকের সাথে,
চলে যাওয়ার খবর আমার
পাবে কি একসাথে।

যারা আগে শুনতে পাবে
আমার মৃত্যুর খবর,
দয়া করে এসে তোমরা
দিও আমায় কবর।