চাদর
আব্দুর রহীম হাজারী

ঘন কুয়াশায় ঘেরা
রোজ সকাল বেলা,
চাদর মুড়ি নিয়ে এখন
আমার দেশের চলা।

কনকনে এই শীতের সকাল
কাটছে চাদর গায়,
শীত যেন দূরে সয়ে
তারই উচ্চতায়।

চাদর যে থাকে সাথে
সকাল কিংবা সাঁঝ,
শীতের তরে সঙ্গী করে
নিলাম তাকে আজ।

দাদার গায়ে আছে চাদর
নানার গায়েও তাই,
শীতকালে আপন করে
নেই তাকে সবাই।