বিভেদ কেন?
আব্দুর রহীম হাজারী

মহান প্রভু সৃষ্টিকর্তা
পাঠান মোদের ভবে,
মানব জাতি শ্রেষ্ঠ অতি
উদার ভবে হবে।

প্রভুর সৃষ্টি মানব জাতি
মহান ভবের মাঝে,
শ্রেষ্ঠত্ব যে রক্ষা করবে
জাতি ধর্মে কাজে।

জাতি বংশ বৈষম্য নয়,
এক হয়ে সব চলো,
বিপদ আপদ আসলে তবে
রবের কাছে বলো।

খান পাঠান আর চৌধুরী নয়
মানুষ সবাই জানো,
মানব তুমি শ্রেষ্ঠ অতি
প্রভুর হুকুম মানো।

বৈষম্য সব ভুলে গিয়ে
একসাথে সব লড়ো,
হিংসা বিভেদ দূর ঠেলে
ঐক্য ভবে গড়ো।