বিশ্ব নবী মুহাম্মদ (সাঃ)
আব্দুর রহীম হাজারী
বিশ্ব নবী মুহাম্মদ যে
সব নবীদের সেরা,
জন্মে তাঁর আরবে যে
পড়েছিল সাড়া।
পৃথিবীতে ছিলেন তিনি
মহান এক রবি,
ইমামুল মুরসালিন তিনি
নবীদের ও নবী।
মক্কা শহর আলোকিত হয়
তাঁর জন্মের তরে,
এলেন তিনি সোমবার দিন
মা আমেনার ঘরে।
শৈশব কালেই এমন চরিত্র
অর্জন করেন যেন,
আল আমিন উপাধি তিনি
পেয়েছিলেন হেন।
চল্লিশ বছর বয়সে তিনি
নবুয়ত পেয়ে,
তাঁর পরশে এই পৃথিবী
শান্তিতে যায় ছেঁয়ে।
দুনিয়া ও আখেরাতে
শান্তি পেতে হলে,
মেনে চলো বাণী ঐ যা
নবী গেছেন বলে।