বিশ্ব নবীর তরে
আব্দুর রহীম হাজারী
মনের খুশবু ছড়ায় যে আজ
মুহাম্মদ নাম জপে,
জীবন দিতে প্রস্তুত আমি
এই না নামে সঁপে।
প্রভুর হুকুম সুন্নাহ্ তাহার
মানবো জীবন ভরে,
সময় যেন কাটে আমার
তাহার দরূদ পড়ে।
মুহাম্মদ তো শ্রেষ্ঠ ধরায়
তিনি বিশ্ব নবী,
বিশ্ব বুকে কায়েম করেন
ইনসাফের ঐ ছবি।
বুলবুলিরা স্মরে তাঁকে
কত গানে গানে
কেমন উদার ছিলেন তিনি
পাখিরা ও তো জানে।
দরুদ সালাম পাঠ করিবো
বিশ্ব নবীর তরে,
তাঁর সুপারিশ পায় যেন গো
আমার মৃত্যুর পরে।