বিপ্লবের জুলাই আগস্ট
আব্দুর রহীম হাজারী

বিপ্লবের  জুলাই আগস্টে
ঝড়লো কত খুন,
সারা বাংলায় ঐক্য গড়ে
ছাত্র জনতা ভাই বোন।

বিপ্লব শুরু করে তারা
অধিকার যে চায়
প্রতিদানে রাষ্ট্র থেকে
বুলেট আঘাত পায়।

অধিকার যে আদায় করে
জীবন করে দান,
স্বৈরাচারের অত্যাচারে
হারায় কত প্রাণ।

আবু সাঈদ মুগ্ধ রাফি
খোবাইব আহাদ,
স্বৈরাচারী হত্যা করে
কি তাদের অপরাধ।

জুলাই মাসে বিপ্লব শুরু
আগস্টে বিজয়,
স্বৈরাচারী পালিয়ে গেল
দেশে নাহি রয়।