বিয়ে করো সহজ
আব্দুর রহীম হাজারী
সময় হলে ছেলে মেয়ে
দিয়ে দাও গো বিয়ে,
নইলে সমাজ নষ্ট করবে
ভিন্ন পথে গিয়ে।
যৌবন শুরু হলে সবার
যৌন চাহিদা জাগে,
বিয়ে দিয়ে সৎ করো গো
অসৎ পথের আগে।
যৌতুক প্রথা অধিক কাবিন
কঠিন করছে বিয়ে,
যুব সমাজ নষ্ট হচ্ছে
অসৎ পথে গিয়ে।
যৌতুক প্রথা বন্ধ করে
সহজ কর বিয়ে,
যুব সমাজ বাঁচবে তখন
জীবন সাথী নিয়ে।
অধিক কাবিন দিতে গিয়ে
ছেলে মরে দুখে,
কম কাবিনে বিয়ে দাও গো
থাকবে জুটি সুখে।