বিবেক লাগাও কাজে  
আব্দুর রহীম হাজারী

নৈতিকতার পথ ধরো ভাই
বিবেক লাগাও কাজে,
অবহেলা করে তুমি
চলো না আজেবাজে।

সৃষ্টিকুলের সেরা জীব
মানবজাতী তোরা,
মানব ছাড়া সকল প্রাণী
বিবেক বুদ্ধি হারা।

দান করিলেন বিবেক তোমায়
প্রভু রহমান,
নষ্ট করে বিবেক তুমি
হয়ো না অপমান।

সর্বকাজে সফল হবে
থাকলে তোমার বিবেক,
ছিনিয়ে যেন না নেই বিবেক
তোমার অতি আবেগ।

আবেগের কাছে হার না মেনে
বিবেক রক্ষা করো,
মনুষত্ব সাথে নিয়ে
সুন্দর জীবন গড়ো।