বেকার জীবন
আব্দুর রহীম হাজারী,
বেকার জীবন অভিশপ্ত
মরতে যে হয় লাজে,
কর্মমুখী সুখের জীবন
লেগে পড়ো কাজে।
কর্মমুখী জীবন গড়ো
কাজ করে যাও সবে,
খেটে খাওয়া জীবন গড়ে
সুখী হবে তবে।
বেকার জীবন দুঃখে ভরা
রোজী না হয় টাকা,
লজ্জা পাবে ঘরে বাইরে
পকেট হবে ফাঁকা।
বেকার জীবন দূর করিতে
কাজে লেগে পড়ো,
কর্ম করে নিজের জীবন
সুন্দর ভাবে গড়ো।
ছোট বড় কোন কাজ
লজ্জা নাহি করো,
বেকারত্ব ছেড়ে দিয়ে
কর্ম সবাই ধরো।