বিশ্বাস বড় দামী জিনিস
আব্দুর রহীম হাজারী
বিশ্বাস বড় দামী জিনিস
বিশ্বাসে লোক হয় যে সৎ,
বিশ্বাস ছাড়া কোনো লোকে
মানবে নাকো কারো মত।
সকল কিছু ভেঙে গেলে
আবার তাকে জোড়া যায়,
বিশ্বাস হলো কাচের মতো
ভাঙলে নাহি গড়া যায়।
মনের বিশ্বাস ভেঙে গেলে
মনে থেকে উঠে যায়,
ভেঙে গেলে বিশ্বাস জিনিস
আবার নাহি গড়া দায়।
যত্নে সহ বিশ্বাস কে যে
আগলে রেখো ওগো ভাই,
বিশ্বাস ছাড়া পরস্পরে
চলাফেরা সুভাস নাই।
বিশ্বাস নিয়ে গড়ে জীবন
পরস্পরে ভালো রয়,
বিশ্বাস দিয়ে ধরার বুকে
দূরের মানুষ আপন হয়।