বাড়ছে বয়স কমছে আয়ু
আব্দুর রহীম হাজারী

অজানা এক মায়ার টানে
বইছে জীবন তরী,
কী করিলাম এই জীবনে
ভেবে চিন্তে মরি।

বাড়ছে বয়স কমছে আয়ু
ডাকছে আমায় কবর,
মিছে মায়ায় পড়ে আমার
নেই তো কোন খবর।

যেতে হবে দূরু দেশে
ভবের মায়া ছেড়ে,
মরণ এসে হঠাৎ যখন
প্রাণটা নিবে কেড়ে।

আয়ু ফুরায় যাচ্ছে আমার
থাকবো না আর ভবে।
সাঙ্গ হবে জীবন আমার
চলে যেতে হবে,

বয়স বাড়ে আয়ু ফুরায়
আমল হয় নি কিছু,
মৃত্যু এসে আমায় যে ভাই।
করছে তাড়া পিছু।।