বাংলা ভাষা
বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার বাবার ভাষা,
বাংলা আমার ভাইয়ের ভাষা বাংলা আমার বোনের ভাষা।
বাংলা আমার মুখের ভাষা বাংলা আমার বুকের ভাষা,
বাংলা সবার ভাষা বাংলা
মোদের মাতৃভাষা।
সোনার চেয়েও দামি ভাষা,
বাংলা মোদের রাষ্ট্রভাষা।
বাংলা ভাষার বর্ণগুলো জীবনের চেয়েও দামি,
বাংলা ভাষার শব্দগুলো মোরা মায়ের কাছে শুনি।
জীবনের শুরু হয়েছে মোদের বাংলা ভাষা দিয়ে,
মাতৃ ভাষার মান বাঁচাতে হবে জীবনের বিনিময়ে।
মোদের ভাষা ধ্বংশ করতে চেয়েছিল পাকবাহিনীর দলে, জীবন দিয়ে ঠিকিয়ে রাখলেন সালাম, বরকত, রফিক জব্বার ও শফিউরে।
জীবন দিয়ে রক্ষণ করলেন মাতৃভাষার মান,
তাইতো মোরা গাইতে পারি বাংলাভাষার গান।
প্রতি বছর একুশ এলে মোরা গাই যে ভাষার গান,
গানে গানে স্বরণ করি শহীদ ভাইদের শান।