বি বাড়িয়ার প্রাণ
আব্দুর রহীম হাজারী
জামিয়া ইউনুছিয়া
বি বাড়িয়ার প্রাণ,
ভালোবাসে সবাই তাকে
দিয়ে মনো প্রাণ।
সারা দেশে জানে সবাই
এই জামিয়ার মান,
দ্বীনের তরে বিলিয়ে দিল
তোলাবারা জান।
বাতিল যত আসছে কত
ধ্বংস করতে দেশ,
ইউনুছিয়ার সন্তানেরা
রুখেছে তাদের বেশ।
ইলমে ওহী দিবানিশি
হচ্ছে সেথায় পাঠ,
জামিয়া ইউনুছিয়া
দ্বীন ইসলামের ঘাট।
শহীদ গাজীর পূণ্য ভূমি
বি বাড়িয়ার প্রাণ,
লিখব কি ভাই এই অধমে
ইউনুছিয়ার শান।