আস্থা রেখে রবে
আব্দুর রহীম হাজারী

মহান প্রভু সৃষ্টিকর্তা
চলবো তাহার পথে,
সৃষ্টি করলেন তিনি আমায়
শক্তি দিলেন রথে।

তিনি আমার পালন কর্তা
বিধান দাতা তিনি,
নিয়ামতে ভরে পুরে
বাঁচান ধরায় যিনি।

ভালবেসে সৃষ্টি করে
পাঠালেন এই ভবে,
সারা জীবন চলবো আমি
আস্থা রেখে রবে।

আলো বাতাস পানি দিলেন
মোদের বাঁচার জন্য,
মানব রূপে সৃষ্টি করে
করলেন তিনি ধন্য।

তাঁহার হুকুম মেনে  আমি
সারা জীবন চলবো,
জীবন মরণ বাজি রেখে
তাহার কথা বলবো।