আসছে নতুন সাল
আব্দুর রহীম হাজারী
দিনে দিনে কেটে যাচ্ছে
জীবন থেকে সময় কাল,
বছর ঘুরে ধরার বুকে
আসছে আবার নতুন সাল।
বার মাসে একটি বছর
ডিসেম্বরে হচ্ছে শেষ,
জানুয়ারির এক তারিখে
নতুন বার্তা আসবে বেশ।
অতীতের ঐ গ্লানি মুছে
নতুন বছর হয় বরণ,
হিংসা নিন্দা ভুলে গিয়ে
নতুন জীবন হয় স্মরণ।
জীবন থেকে একটি বছর
কেটে গেলো যেনো ভাই,
ফিরে এসো রবের দিকে
গুরে যেনো মুক্তি পাই।
নতুন বছর নতুন করে
জীবনটাকে গড়তে চাই,
একটি বছর চলে গেলো
সময় কিন্তু বেশি নাই।