অনাথ শিশু শীতে কাপে
আব্দুর রহীম হাজারী
হাড়কাঁপানো শীতের সকাল
কুয়াশাতে ঘেরা রবি,
শিশির কণা ঝিলিক মারে
যেন হিরা মুক্তার ছবি।
শীতের ভয়ে সবাই যবে
গায়ে জড়ে রাখে কম্বল,
অনাথ শিশু শীতে কাপে
নেই যে তাদের কোন সম্বল।
পূর্ব গগণ রাঙ্গা হয়ে
সূয্যিমামা জেগে ওঠে
একটু খানি আরাম পেতে
মিষ্টি রোদে তারা ছুটে।
অনাথ শিশুর জায়গা যে নাই
থাকতে হয়তো রাস্তা ঘাটে,
শীতের কাপড় নেই যে দেহে
ধুঁকে ধুঁকে জীবন কাটে।
সামর্থবান পাশে দাঁড়াও
বিত্ত নিয়ে নিঃস্বের দুখে,
কষ্ট তাদের লাঘব হবে
থাকবে হয় তো একটু সুখে।