আমি তো কবি নয়
মুহাম্মদ আব্দুর রহীম হাজারী

আমি তো কবি নয় কোন
ভাব ধরেছি যেন কবি,
সাদা পাতায় ফুটাতে চাই
বাস্তবতার ছবি।

কবি কবি ভাব ধরেছি
বসি নিয়ে খাতা,
দু কলম লিখতে গেলেই
ভুলে ভরে পাতা।

বিদ্যা বুদ্ধি নেই যে আমার
তবুও কলম চালাই,
কবি হতে না পারলেও
লিখে আমি যায়।

কবি হওয়ার যোগ্যতা আমার
একটু খানি নাই,
লিখে শুধু মানব অন্তরে
বাঁচতে আমি চাই।

দু হাত তুলে প্রভুর কাছে
এই মোনাজাত করি,
দেশ ও জাতির জন্য আমি
লিখতে যেন পারি।

এই ধরাতে আমার হায়াত
থাকবে যতদিন,
চালাতে যেন পারি কলম
আমি ততদিন।

আমি তো কবি নয় কোন
লিখতে নাহি পারি,
কলম হাতে নিয়ে আমি
প্রভুকে স্মরি।