আমার নবী
আব্দুর রহীম হাজারী
সব নবীদের সেরা হলো
তোমার আমার নবী,
গুণগান লিখতে কলম ধরছে
বিশ্বের কত কবি।
বিশ্ব ভুবন ছিলেন তিনি
জলন্ত এক রবি,
চরিত্র তাঁর ছিল যেন
ইনসাফের ঐ ছবি।
আমার নবী তোমার নবী
সব নবীদের নবী,
নবীজীকে মেনে চলবো
আমি তুমি সবি।