আমার খোকা
আব্দুর রহীম হাজারী
রোজ৷ সকালে আমার খোকা
শয্যা ছেড়ে উঠে,
অযু করে কায়দা হাতে
মক্তব পানে ছুটে।
আরামের ঘুম ছেড়ে দেয় সে
কুরআন শিখবে বলে,
মা বাবাকে সালাম দিয়ে
যায় মক্তবে চলে।
কুরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব
মহান প্রভুর বাণী,
কুরআন পড়ার নেকী অতি
আমরা সবাই জানি।
আমার খোকা পড়বে কুরআন
হবে অনেক দামী,
খোকার বাবা হতে পেরে
গর্বিত আজ আমি।
তোমার খোকা মক্তবেতে
যায় না কেনো বলো,
তাকে নিয়েও আজকে তুমি
মক্তব পানে চলো।