আম কুড়াতে
আব্দুর রহীম হাজারী
বাদলা দিনে গাছের পানে
আয়রে তোরা আয়,
সবাই মিলে একই সনে
আম কুড়াতে যায়,
ঝড়ের দিনে জড়ো হাওয়া
গায়ে লাগে ভয়,
গাছের তলায় ঝড়ের বেলায়
আম যে পড়ে রয়।
ঝড়ের শেষে গাছের নিচে
কুড়াবো যে আম,
আমের পরে আবার গিয়ে
কুড়াবো যে জাম।
আম কুড়াতে ভয় লাগে যে
বাদলা মেঘের দিন,
আকাশ পানে বজ্র যেন
বাজে তাধিন ধিন।
ঝড়ের শেষে আম কুড়াতে
লাগে যেন সুখ,
পাকা জামে আবার যেন
রঙ্গিন করি মুখ।